Friday , 14 May 2021, [bangla_date], [bangla_time]
  • অন্যান্য
banner
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দোকানের রেফ্রিজারেটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

Admin
May 14, 2021 9:21 am
Link Copied!

স্টাফ রিপোর্টার–বগুড়ার শাজাহানপুরে দোকানের রেফ্রিজারেটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে আব্দুল আহাদ (৩৫) নামে এক মুদি দোকানদারের বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল আহাদ উপজেলার চকলোকমান দক্ষিণপাড়ার শাহ আলম সানার ছেলে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (১৩মে) মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে।

নিহতের স্বজনেরা জানান, আব্দুল আহাদের বাবা শাহ আলম সানা দীর্ঘ বছর ধরে ওমানে থাকেন। মাকে নিয়ে আব্দুল আহাদ একসাথে থাকেন। বাড়ির সাথে মুদি দোকানের ব্যবসা করেন। ব্যবসাপ্রতিষ্ঠানে নতুন ডিপ ফ্রিজ কেনেন আব্দুল আহাদ। বুধবার ইফতারের একটু আগে ওই ফ্রিজে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন তিনি। এসময় বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলেই মারা যান আব্দুল আহাদ।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।