Home App স্মার্ট বগুড়া গঠনে যাত্রা শুরু Bogura City মোবাইল অ্যাপ

স্মার্ট বগুড়া গঠনে যাত্রা শুরু Bogura City মোবাইল অ্যাপ

by admin
0 comment
App

একটি স্মার্ট বগুড়া শহর গঠনে তৈরী করা হলো Bogura City App যা বর্তমানে গুগল রিভিউ-তে আছে। আশা করা যাচ্ছে  মার্চ মাসের শেষ সপ্তাহে Google Play Store অ্যাপ্সটি পাবলিশ হবে ইনশাআল্লাহ।

অ্যাপটির পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন  আজিজুল হক সুমন। তার নিকট অ্যাপ্সটি তৈরীর উদ্দেশ্য ও লক্ষ জানতে চাইলে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে আমাদের ক্ষুদ্র প্রয়াস হচ্ছে Bogura City App । বগুড়াবাসীকে সকল তথ্য সেবা, নাগরিক সেবা আরও সহজে প্রদান করার লক্ষে Bogura City App এর যাত্রা শুরু। বগুড়া বাসিকে সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আশা করি এই App টি বগুড়াবাসীর জীবনযাত্রাকে আরও সহজ করে তুলতে সাহায্য করবে। নাগরিকদের চাহিদা এবং মতামত এর ভিত্তিতে আমাদের App ভবিষ্যতে আপডেট করা হবে ইনশাআল্লাহ।

Bogura city app

বর্তমানে মোট ৪০টি ক্যাটাগরীতে সাজানো হয়েছে Bogura City অ্যাপ। ভবিষতে নাগরিক চাহিদার ভিত্তিতে ক্যাটাগরী বৃদ্ধি করা হবে।

 

৪০টি ক্যাটাগরীর মধ্য  রয়েছে-

 ডাক্তার: যেখানে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ নিজেকে  অ্যাপের মধ্যে যুক্ত করতে পারবে এবং ইউজারগণ অ্যাপের মাধ্যেমে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণের নাম, ঠিকানা, চেম্বার ও সিরিয়াল নম্বর পাবেন এবং ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল দিতে পারবেন।

হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার: বগুড়া জেলার বিভিন্ন হাসপাতালের ও ডায়াগনস্টিক সেন্টার এর নাম, ঠিকানা এবং যোগাযোগ নম্বর পাওয়া যাবে অ্যাপটি থেকে।

রক্ত দান: অ্যাপটিতে রয়েছে রক্তদান নামে একটি ক্যাটাগরী। যেখান যারা সেচ্চায় রক্তদান করতে চান তারা নিজেদের নাম, রক্তের গ্রুপ ও যোগাযোগ নম্বর যুক্ত করতে পারবেন এবং যাদের রক্ত প্রয়োজন তারা প্রয়োজনীয় ডোনারকে খুঁজে পাবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ছাড়াও বিভিন্ন ব্লাড ফাউন্ডেশন যুক্ত হতে পারবেন অ্যাপটিতে।

গাড়ি ভাড়া: অ্যাপটির মাধ্যমে বিভিন্ন ধরণের গাড়ির মালিক বা ডাইভারগণ তাদের গাড়িকে অ্যাপে যুক্ত করতে পারবে এবং ইউজারগণ প্রয়োজনুযায়ী যেমন অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকাশ, ট্রাক সহ অন্যান্য গাড়ি ঘড়ে বাসে ভাড়া করতে পারবেন।

মিস্ত্রি: অ্যাপে রয়েছে মিস্ত্রি নামে একটি ক্যাটাগরী। যেখানে রয়েছে ২০টি সাব-ক্যাটাগরীতে সাজানো বিভিন্ন ধরণের মিস্ত্রি। যেমান- রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, প্লাম্বার, সেনেটারি, টাইলন্স, ইলেকট্রিক মিস্ত্রি সহ অন্যান্য। এছাড়ও রয়েছে বিভিন্ন সার্ভিসিং মিস্ত্রি যেমন, এসি সার্ভিসিং, কার সার্ভিসিং, ফ্রিজ সার্ভিসিং সহ অন্যান্য।  মিস্ত্রিগণ তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে নিজেকে অ্যাপে যুক্ত করাতে পারবেন এবং ইউজারগণ তাদের প্রয়োজনীয় মিস্ত্রির সাথে যোগাযোগ করতে পারবেন।

দিনমজুর: এই ক্যাটাগরীতে একজন দিনমজুর নিজেকে যুক্ত করতে পারবেন অ্যাপে এবং যাদের দিনমজুর বা কাজের বুয়া প্রয়োজন হবে তারা অ্যাপটির মাধ্যেমে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

বাসা ভাড়া ও জমি বিক্রয়: অ্যাপটির মাধ্যে ইউজারগণ বাসা ভাড়ার ও জমি, ফ্লাট বিক্রিয় বিজ্ঞপ্তি দিতে পারবেন।

ক্রয়-বিক্রয়: ইউজারগণ এই অ্যাপটির মাধ্যেমে তাদের নতুন ও পুরাতন পণ্য বেচা-কেনা করতে পারবেন। এবং বিভিন্ন উদ্যোক্তাগণ তাদের পন্যও বিক্রি ও প্রচার প্রসার করতে পারবেন।

সার্ভেয়ার বা আমিন: আপনার জমি পরিমাপের জন্য বা পরামর্শের জন্য অ্যাপটিতে আমিন খুজে পাবেন এবং একটি আমিন নিজেকে অ্যাপে যু্ক্ত করাতে পারবেন।

আইনজীবী: অ্যাপসে একজন আইনজীবী নিজেকে যুক্ত করাতে পারবেন এবং যাদের আইনি পরামর্শ প্রয়োজন তারা সরাসরি আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারবেন।

শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্র: অ্যাপটির মধ্যেমে বগুড়া জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রের নাম, ঠিকানা ও যোগাযোগ নম্বর পাওয়া যাবে।

স্থানীয় সরকার: পৌরসভা বা স্থানীয় সরকার ক্যাটাগরীতে বগুড়া জেলার সকল থানা ও ইউনিয়নের মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বার গণের নাম ঠিকানা ও যোগাযোগ নম্বর পাওয়া যাবে।

দর্শনীয় স্থান: বগুড়া জেলার বিভিন্ন দর্শনীয় স্থান, ইতিহাস ও সেখানে যাওয়ার দিক নির্দেশনা পাওয়া যাবে অ্যাপ্সটি তে।

অ্যাপটিতে পাওয়া যাবে বিভিন্ন চাকরীর বিজ্ঞপ্তি ও আবেদেন প্রক্রিয়া, হোটেল, রেস্টুরেন্ট, নার্সারী, শিক্ষক, পার্লার, বিভিন্ন সংবাদপত্র, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমা, গ্যাস স্টেশন, বগুড়ার দই, আল কোরআল ও হাদিস, দোয়া ও জিকির ইত্যাদি সেবা।

অ্যাপটিতে রয়েছে ক্যাটাগরীনুযায়ী জরুরী নাগরিক সেবা নম্বর, যেমন- বগুড়া জেলার প্রতিটি উপজেলার ফায়ার সার্ভিস নম্বর, থান-পুলিশ নম্বর, বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের নম্বর ও জরুরী সেবা নম্বর ইত্যাদি।  এছাড়াও অ্যাপটির মাধ্যেমে জানতে পারবে বগুড়া থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাওয়া বাস ও ট্রেনের সময়সূচী ও ভাড়ার পরিমাণ।

Bogura City অ্যাপটি সবাই সম্পূর্ণ ফ্রিতি ব্যাবহার করতে পারবে। যদি কেউ তাদের ব্যাবসা প্রতিষ্ঠানের প্রচার প্রসার চালাতে চায় তবে স্বপ্লকারে ব্যানার বিজ্ঞাপনের মাধ্যেমে বিজ্ঞাপণ দিতে পারবে।

You may also like

Leave a Comment